banglanewspaper

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আজকে কোটা আন্দোলনের আমি একটা বিরাট মিছিল দেখলাম। এতো বড় মিছিল আমি গত ২৫-৩০ বছরে দেখি নাই। বাংলাদেশ হওয়ার আগে ৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় দেখেছিলাম। এক ঘণ্টা লেগেছে ওই মিছিলটা যেতে। 

গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

মওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থা বাতিলের যে ঘোষণা দিয়েছেন তাতে সরকারের পরাজয় এবং জনগণের বিজয় হয়েছে। এই আন্দোলনের মতো বিএনপিকে গণআন্দোলন গড়তে হবে।

তিনি বলেন, এমন গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। বেগম জিয়াকে মুক্ত করতে হবে এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে এই সরকারের পরিবর্তন ঘটাতে হবে।

মওদুদ আহমদ বলেন, প্রথম দিকে ছাত্রীরা ছিল, পরে ছাত্ররা। তিনি বলেন, এটা কেন? কিসের জন্য? এই যে কোটা আন্দোলন, কোটা আন্দোলনকে আমি কিভাবে দেখি বলি, এই কোটা আন্দোলন ছাত্র সমাজের এই সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের একটি প্রতিফলন ঘটেছে।