banglanewspaper

এম.পলাশ শরীফ,বাগেরহাট: প্রাথমিক বিদ্যালয়ের শিখন শেখানো পদ্বতি ও ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থী ও অভিবাবকগনকে অবহিত ও উদ্বুব্দ করনের লক্ষে প্রতি বছরের ন্যায় ১৩ ও ১৪ই মার্চ ২দিন ব্যাপী বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ সকালে পিটিআই মাঠ প্রাঙ্গনে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক নার্গিস পারভীনের সভাপতিত্বে ও সদর উপজেলা শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম ঝংকার এর পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহিন হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু অশোক কুমার সমদ্দার, পিটিআই এর ভারপ্রাপ্ত সুপার লস্কর সফিআহম্মেদ।

অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন, চিতলমারী শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন, মোল্লাহাটের জামাল হোসেন, ফকিরহাটের জাহিদুর রহমান, কচুয়ার মানষ তালুকদার, মুখার্জী রবিন্দ্র নাথ, আম্মাতুল হাফিজ প্রমুখ।