banglanewspaper

বিনোদন ডেস্ক : আগামী ২৩ মার্চ মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ সিনেমাটি। এতে জুটি হয়েছেন ওম ও মিম। 

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার এবং পোস্টার। দুটিই দর্শকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ করা হলো ছবির প্রথম গান। আর গানটির শিরোনাম ‘ও রানী’।

পার্টি ঘরানার গানটিতে পারফর্ম করেছেন ওম-মিম। লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন তাসিফ আহমেদ ও মোহনা।

সিনেমায় ওমকে পেশাদার ভাড়াটে খুনি আর মিমকে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিতে প্রথমে জুটি বেঁধে অভিনয় করার কথা ছিল সুমিত-পরীমণির। তবে কিছুদিন পর সুমিতকে ছবি থেকে বাদ দেয়া হয়। তার পরিবর্তে কলকাতার ওম জায়গা করে নেন।

সুমিতের পর পরিবর্তন আসে ছবির নায়িকারও। পরীমণির জায়গা দখল করেন নবাগত এমিয়া এমি।

কয়েকদিন শুটিং করার পর এমিয়া এমিকেও ছবিটি থেকে বাদ দেয়া হয়। কারণ হিসেবে জানানো হয় এমি নাকি সময় মতো শুটিংয়ে আসেন না। যদিও এমি এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছিলেন।

সবশেষ ওম, বিদ্যা সিনহা মিম ও বিপাশা কবিরকে নিয়ে ছবিটির শুটিং শেষ হয়।  ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর।