banglanewspaper

কক্সবাজার: কক্সবাজারে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম বাইল্ল্যা বলে জানা গেছে। টেকনাফ উপজেলায় এই গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার ভোরে টেকনাফের গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত বাইল্লা ডাকাত দলের সদস্যা। দুই ডাকাত দলের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- রাজ্জাক ও ছালাম। তারা পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ভোর রাতে টেকনাফ পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালায়। এ সময় সেখানে বাইল্ল্যার মৃতদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্জাক ও ছালাম ডাকাতকে আটক করা হয়। এছাড়া সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায় আনসার ক্যাম্পে হামলা করে অস্ত্র লুটকারি নুরুল আলম ডাকাত।

রনজিত বডুয়া বলেন, এখনো অর্ধশতাধিক পুলিশ সদস্য নিয়ে গহীন পাহাড়ে ডাকাত দলের সন্ধানে অভিযান চলছে।